ট্রেডিং এর জন্য সবচেয়ে জনপ্রিয় একটি ইন্ডিকেটর হচ্ছে RSI Indicator। যারা রিয়েল ট্রেড করছেন, তাদের মধ্যে প্রায় ৮০ ভাগই এই ইন্ডিকেটর ব্যবহার করে ট্রেড করে থাকেন।
আজকের আর্টিকেলে এই ইন্ডিকেটরটির বিস্তারিত তথ্য এবং কিভাবে এই ইন্ডিকেটর ব্যবহার করে ট্রেড করবেন সেটি, আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো।
অনুগ্রহ করে আর্টিকেলটি ভালো করে পড়ুন এবং বোঝার চেষ্টা করুন। যদি বিস্তারিত বুঝতে কোনও সমস্যা হয় তাহলে অনুগ্রহ করে নিচের কমেন্ট সেকশনে জানাবেন কিংবা আমাদের ইমেইলও করতে পারেন।
RSI Indicator কিভাবে কাজ করে, কিভাবে এটি ব্যবহার করে ট্রেড করবেন, এন্ট্রি গ্রহণ কিভাবে করবেন, বিস্তারিত বিষয়গুলো ভিডিও টিউটোরিয়াল এর মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। অনুগ্রহ করে নিচের ভিডিওটি দেখে নিতে পারেন।
RSI Indicator অনেকটা Stochastic এর মতন কাজ করে অর্থাৎ এটিও মার্কেটের Overbought এবং Oversold কন্ডিশন নির্দেশ করে। এটিরও একটি পরিমাপক স্কেল রয়েছে যার ভেলু 0-100 পর্যন্ত হয়ে থাকে।
যখন রিডিং 30 এর নিচে চলে আসে তখন এটি আপনাকে Oversold এবং যখন রিডিং 70 এর উপরে চলে যায় তখন আপনাকে Overbought কন্ডিশন নির্দেশ করে।
RSI Indicator কে অনেকটা Stochastic এর মতন করে ব্যবহার করা যেতে পারে। ট্রেডাররা সবচেয়ে বেশী ব্যবহার করে মার্কেটের কন্ডিশনের উপর ভিত্তি করে সবচেয়ে ভালো পজিশনে ট্রেড এন্ট্রি নেয়ার জন্য।
অর্থাৎ, আমরা Overbought এবং Oversold এর কথা বলছি। নিচে EURUSD-H4 এর চার্টটির দিকে লক্ষ্য করুন:
EURUSD এই সপ্তাহে সেল (Sell) পজিশনে আছে যা বিগত ২ সপ্তাহ ধরে টোটাল 400 pips নিচে নেমে এসেছে।
জুনের ৭ তারিখ পর্যন্ত, এটি 1.2000 নিচে রয়েছে। এখন আমরা দেখতে পারছি যে RSI রিডিং 30 এর নিচে নেমে এসেছে এবং RSI আমাদেরকে একটা পসিবল বায় (Buy) ট্রেন্ডের সিগন্যাল দিচ্ছে। যার মানে হচ্ছে মার্কেটে আর কোন Seller অবশিষ্ট নেই এবং মার্কেট যেকোনো সময় কয়েক সপ্তাহের জন্য বায় (Buy) ট্রেন্ডে উঠতে পারে।
RSI Indicator খুবই জনপ্রিয় একটি ইন্ডিকেটর যা ট্রেন্ড ফরমেশন কনফার্ম হবার জন্য ব্যবহার করা হয়। মার্কেটে যদি আপনার কখনও মনে হয় নতুন কোন ট্রেন্ড তৈরি হচ্ছে তাহলে আপনার RSI Indicator এর রিডিংটা একবার দেখে নিতে হবে যে এটা 50 এর উপরে আছে নাকি 50 এর নিচে রয়েছে।
যদি আপনার মনে হয় একটি পসিবল আপট্রেন্ডের (Buy) সম্ভাবনা রয়েছে তাহলে শিউর হয়ে নিবেন RSI এর রিডিং 50 এর উপরে রয়েছে কিনা।
আর যদি আপনার মনে হয় একটি পসিবল ডাউনট্রেন্ডের (Sell) সম্ভাবনা আছে তাহলে দেখে নিবেন RSI এর রিডিং 50 এর নিচে আছে নাকি।
চার্টের শুরুতে আমরা দেখেছিলাম একটি পসিবল ডাউনট্রেন্ডের (Sell) সম্ভাবনা তৈরি হচ্ছিলো। Fake outs থেকে বাঁচার জন্য আমরা RSI Indicator এর রিডিং 50 এর নিচে নামার আগ পর্যন্ত অপেক্ষা করতে পারি।
ভালো করে শিউর হবার জন্য আমরা দেখব RSI Indicator এর রিডিং 50 ক্রস করেছে কিনা, যদি করে থাকে তাহলে এটা আমাদের একটা ভালো সেল (Sell) এর নির্দেশনা দিবে।
RSI Indicator শুধু মাত্র Overbought এবং Oversold কন্ডিশন নির্দেশ করার জন্য নয়, বরং ট্রেডাররা আরও অনেক কৌশলে এটি ব্যবহার করে থাকেন। কিছু জনপ্রিয় কৌশল নিম্নরূপ:
Divergence তখন ঘটে যখন প্রাইস একটি নির্দিষ্ট দিকে মুভ করছে কিন্তু RSI অন্য দিকে মুভ করছে। এটি একটি সম্ভাব্য রিভার্সাল সিগন্যাল নির্দেশ করে। নিচের উদাহরণটি দেখুন:
Swing Rejection কৌশলটি RSI এর Overbought বা Oversold জোন থেকে রিজেক্ট হওয়ার উপর ভিত্তি করে। এটি কয়েকটি ধাপে বিভক্ত:
RSI Indicator একটি শক্তিশালী টুল যা সঠিকভাবে ব্যবহার করলে আপনার ট্রেডিং স্ট্র্যাটেজিতে উল্লেখযোগ্য সুবিধা নিয়ে আসতে পারে। তবে, সবসময় মনে রাখতে হবে যে কোনও একক ইন্ডিকেটর আপনার ট্রেডিং ডিসিশন এর একমাত্র ভিত্তি হওয়া উচিত নয়।
মার্কেট এনালাইসিস এর সময় বিভিন্ন ইন্ডিকেটরের সম্মিলিত ব্যবহারে সবচেয়ে ভালো ফলাফল পাওয়া যায়।
আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন কিংবা নিচে কমেন্ট করতে পারেন। প্রতিদিনের আপডেট ইমেইলের মাধ্যমে গ্রহণের জন্য, নিউজলেটার সাবস্ক্রাইব করে নিতে পারেন।
গুরুত্বপূর্ণ বিষয়গুলো টিউটোরিয়াল দেখার জন্য অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও, যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক এবং টেলিগ্রাম চ্যানেলে। এছাড়াও ট্রেড শিখার জন্য আমাদের রয়েছে বিশেষায়িত অনলাইন ট্রেনিং পোর্টাল।
একজন প্রোফেশনাল ট্রেডার, ট্রেডিং করছেন কয়েক বছর থেকে। ট্রেডিং ক্যারিয়ারের পাশাপাশি মাঝে মাঝে ট্রেডিং নিয়ে লেখালিখি করেন। এক্সপার্ট ট্রেডিং মেন্টর হিসেবে দীর্ঘদিন অত্যন্ত সুনামের সাথে ট্রেইনিং প্রোভাইড করছেন, যেন একজন নতুন ট্রেডার ভুলভাল ট্রেড নিয়ে যেন লস না করেন। সারাদেশে এক লাখ প্রোফেশনাল ট্রেডার তৈরির লক্ষ্য নিয়ে কাজ করছেন যেন তারা দেশের ফরেন রেমিটেন্স আর্নিং এর মাধ্যমে আর্থ-সামাজিক ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে।
আপনি কি প্রাইভেট লাইভ কোচিং এ আগ্রহী?